Durga Puja 2023: ভাঙা কাঁচ দিয়ে মণ্ডপসজ্জা শিলিগুড়ি সঙ্ঘশ্রী ক্লাবে
🎬 Watch Now: Feature Video
থিম মানেই কোনও না কোনও বার্তা ৷ তা সে সচেতনতার বার্তা হোক বা অন্য কিছু ৷ যেমন শিলিগুড়ি সঙ্ঘশ্রী ক্লাবের 57 তম বছরে এবারের পুজোর থিম 'ভাঙতে ভাঙতে সৃষ্টি' ৷ ভাঙা কাঁচ, বিভিন্ন আকারের কাঁচের বোতল দিয়ে গোটা মণ্ডপ সাজানো হয়েছে। এই থিমের মাধ্যমেই তুলে ধরা হয়েছে ভেঙে যাওয়া মানেই সব কিছু শেষ নয় ৷ আবারও নতুন করে শুরু করা য়ায় সেই বার্তা দেওয়া হয়েছে ৷
শিলিগুড়ির অন্যতম বিগ বাজেটের পুজোগুলির মধ্যে সঙ্ঘশ্রী ক্লাব অন্যতম । সঙ্ঘশ্রী ক্লাবের মণ্ডপে ঢুকলেই মনে হবে যেন একটা মায়াবী পরিবেশ । কাচের টুংটাং শব্দ তরঙ্গ প্রশান্তির পরিবেশ সৃষ্টি করেছে । গোটা মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে ভাঙা কাঁচের বোতল, ভাঙা কাঁচ দিয়ে । তারই মাঝে সপরিবারে মা দুর্গার অধিষ্ঠান । ভাঙা কাঁচের মধ্যে দিয়েও যে শুরু করা যায় তারই প্রতিচ্ছবি ফুটে উঠছে মণ্ডপে। তার মধ্যে দিয়েও যে আলো আসতে পারে, সেটাই তুলে ধরা হয়েছে গোটা মণ্ডপজুড়ে ।
এই থিমের অর্ন্তনিহিত অর্থ হল, নিজের জেদ, ইচ্ছা এবং মনোবল দিয়ে বড় বাধা পেরানো সম্ভব। ক্লাবের অন্যতম সদস্য শৈবাল দত্ত বলেন, "আমরা প্রতিবছরই শহরবাসীকে নতুন কিছু দেখানোর চেষ্টা করি। এবারও তার খামতি থাকছে না । সমস্ত মণ্ডপ পরিবেশবান্ধব জিনিস দিয়েই তৈরি করা হয়েছে ।"