Newtown Fire: ভোরে ভয়াবহ আগুন, নিউটাউনের গৌরাঙ্গনগরে পুড়ে ছাই দোকান - Fire News
🎬 Watch Now: Feature Video
নিউটাউন গৌরাঙ্গনগর বাজারে ভয়াবহ আগুন ৷ ঘটনাস্থলে পৌঁছল দমকলের চারটি ইঞ্জিন ৷ তবে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে 18-20টিরও বেশি দোকান ৷ যদিও মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ লাগা এই আগুনে কেউ হতাহত হননি ৷ শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, এমনটাই অনুমান দমকল অধিকারিকদের ৷ স্থানীয়দের দাবি, আনুমানিক ভোর চারটে নাগাদ প্রথমে একটি দোকানে আগুন দেখা যায় ৷ পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশাপাশি বেশ কয়েকটি দোকানে ৷ দমকল ঘটনাস্থলে আসতে আসতে বাগজোলা খালপাড়ে পরপর 18টিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ এখন আগুন নিয়ন্ত্রণে ৷ ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউন থানার পুলিশ (Massive Fire broke out in Gouranganagar Newtown) ৷
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST