shivling emerges from courtyard : অবাক কাণ্ড, মাটি ফুঁড়ে ঝাড়গ্রামে উদয় হল শিবলিঙ্গ - মাটি ফুঁড়ে ঝাড়গ্রামে উদয় হল শিবলিঙ্গ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 9, 2022, 8:46 PM IST

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ছত্রী গ্রামপঞ্চায়েতের বালিভাসা গ্রামের নিপেন মাহাতোর বাড়ির উঠোনে ঘটেছে এক আজব ঘটনা ৷ মাটি ফুঁড়ে তাঁর বাড়িতে উদয় হল শিবলিঙ্গ (Shivling emerged in Jhargram from yard after digging the soil) । যা দেখতে বালিভাসা, বীরভাষা, মুড়াকাটি-সহ একাধিক গ্রামের মানুষজন ভিড় জমাচ্ছেন নিপেন মাহাতোর উঠোনে । তিনি নাকি বরাবরই শিবের ভক্ত তাই ঠিক রামনবমীর আগের দিন মাটি ফুঁড়ে তাঁঁর বাড়িতে উদয় হল শিবলিঙ্গ । শিবলিঙ্গকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে পূজা-অর্চনা এবং ভাবনা চিন্তা চলছে শিবের মন্দির গড়ার । নিপেন মাহাতো, তাঁর স্ত্রী, তিন মেয়ে ও তাঁর মাকে নিয়ে থাকেন । তিনি খড়গপুরের বিদ্যুৎ বিভাগের সিকিউরিটি গার্ডের অস্থায়ী পদে কর্মরত । নিপেন মাহাতোর এ বিষয়ে বলেন, "বাড়ির উঠোনের যে জায়গায় শিবলিঙ্গটি বেরিয়েছে সেখানে গাছের শুকনো পাতা ও ডাল জমানো ছিল । বৃহস্পতিবার ওই শুকনো পাতা গুলি থেকে একটি সাপ বের হয় । তারপরের দিন শুক্রবার ওই পাতাগুলি পরিষ্কার করার সময় দেখতে পাই একটি গর্ত রয়েছে, তার নিচে একটি শিবলিঙ্গের মত কিছু দেখা যাচ্ছে । আমি বিষয়টি আমার পরিবারের লোকজনকে জানানোর পর স্থানীয় আচার্য ব্রাহ্মণদের ডেকে দেখাই । আচার্য ব্রাহ্মণরা আমাকে বলেন এটি শিবলিঙ্গ, এর পূজা করুন । আমি বরাবরই শিবের ভক্ত প্রতিদিন শিবের পুজো করি এবং প্রতি শ্রাবণ মাসে তারকেশ্বরে জল ঢালতে যাই ।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.