SFI Rally: 'এক ভাষা, এক ধর্ম চাপিয়ে দিতে চাইছে বিজেপি', প্রতিবাদে এসএফআই - মমতা বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার একটি ভাষা, একটি নির্দিষ্ট ধর্ম, একই ধরনের খাদ্যাভাস এবং একমাত্রিক সংস্কৃতি চাপিয়ে দিতে চাইছে বলে অভিযোগ সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের। তাদের দাবি বিজেপি এবং আরএসএস যেভাবে হিন্দি-হিন্দু-হিন্দুস্তানের এজেন্ডাকে সামনে রেখে দেশ চালাচ্ছে তা সকলেই বুঝতে পেরেছেন। আর সেটাকে ঘুরপথে বাস্তিবায়িত করতে উদ্যাগী হয়েছে এ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল সরকারও (TMC)। এই 'অপচেষ্টা'র বিরুদ্ধে ছাত্র যুবকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে রবিবার কলকাতায় মিছিল করল এসএফআই। রিপন স্ট্রিট থেকে মৌলালি পর্যন্ত এই মিছিল হয় (SFI Rally in Kolkata)।
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST