SFI Protest Against Train Cancellation: ট্রেন বাতিলে বিপাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, শিয়ালদায় বিক্ষোভ এসএফআইয়ের - ট্রেন বাতিল

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 16, 2023, 11:27 AM IST

রেলের কাজ চলায় শিয়ালদা (Sealdah) মেইন শাখায় বহু ট্রেন বাতিল রয়েছে বেশ কয়েকদিন ধরে । এর জেরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা অনেকাংশে বিপাকে পড়ছেন বলে অভিযোগ । কারণ, পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো এবং ফিরতে অতিরিক্ত সময় লেগে যাচ্ছে তাঁদের । তাই, পরীক্ষার্থীদের সুবিধার্থে ওই শাখায় ট্রেন বাড়াতে এসএফআই শিয়ালদা ডিআরএমের কাছে দরবার করেছে । রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, বিষয়টি আলোচনা করে দেখা হবে । বুধবার এসএফআইয়ের প্রতিনিধি দল শিয়ালদা ডিআরএমের অফিসে যান । রেল কর্তৃপক্ষ প্রতিনিধি দলকে জানায় অফিসে কোনও উচ্চপদস্থ কর্মী নেই । এরপর তারা অবস্থান বিক্ষোভ শুরু করে (SFI Protest Against Train Cancellation) । অবস্থান বিক্ষোভের কারণে এসএফআইয়ের চিঠি নিতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ । কিন্তু উচ্চপদস্থ আধিকারিক না-থাকার জন্য এসএফআই গ্রহণ করা চিঠির কপি অফিসের দেওয়ালে টাঙিয়ে দিয়ে চলে যায় । 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.