Road Accident in Kerala: গাড়ির সংঘর্ষের পর চার্চের দেওয়ালে ধাক্কা বাসের, আহত 16 - colliding with a car near Kizhavallor

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 12, 2023, 9:28 AM IST

বাস দুর্ঘটনায় গুরুতর জখম তিন ৷ আহত আরও 13 । তবে তাঁদের আঘাত তুলনায় কম ৷ সূত্রে জানা গিয়েছে শনিবার কেরলের পাথানামথিত্তার কিঝাভাল্লোরের কাছে একটি চার্চের দেওয়ালে বাসটি ধাক্কা মারে ৷ তার আগেই বাসটির সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ছিটকে গিয়ে পড়ে চার্চের দেওয়ালে ৷ কেরলের স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, উলটো দিক থেকে আসা গাড়িটির সঙ্গে ধাক্কা এড়ানোর চেষ্টা করেছিল বাসটি ৷ কিন্তু বাসচালকের সেই চেষ্টা ব্যর্থ হয় ৷ গাড়ির সঙ্গে সংঘর্ষের পর রাস্তার ধারে চার্চের দেওয়ালে ধাক্কা মারে বাসটি ৷ বাসটি থিরুবনন্তপুরমে যাচ্ছিল ৷ আহতদের সঙ্গে সঙ্গে কোন্নি তালুক হাসপাতাল এবং পাথানামথিত্তা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় (Bus rammed into a church wall after colliding with a car near Kizhavallor) ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.