Saumitra Khan Slams TMC: সঠিক নিরাপত্তায় পঞ্চায়েত নির্বাচন হলে তৃণমূল 2006 সালের অবস্থায় ফিরে যাবে: সৌমিত্র খাঁ - তৃণমূলের সমালোচনায় সৌমিত্র খাঁ
🎬 Watch Now: Feature Video
গণবিবাহের অনুষ্ঠানে এসে রবিবার হাওড়ার বাগনান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। এদিন তিনি বলেন,"রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেখানে যদি প্রকৃত নিরাপত্তা ব্যবস্থাকে সুনিশ্চিত করা যায় তাহলে ফলাফল ঘোষণার পরে বর্তমান শাসকদল 2006 সালের তৃণমূলের মতো হয়ে যাবে । মুখ্যমন্ত্রী নিজে দু'বার হেরেছেন । একবার 1989 সালে আরেকবার 2021 সালে শুভেন্দুর কাছে । সেটা উনি কখনও বলেন না, স্বীকারও করেন না । এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা শিল্প ৷" অন্যদিকে বাগনানের এই গণবিবাহ 9তম বর্ষে পদার্পণ করল 136 জোড়া হিন্দু-মুসলমান ও খ্রিস্টান নিয়ে ৷ এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাঁকুড়া বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ । এই অনুষ্ঠান বিষয়ে তিনি বলেন এই ধরনের অনুষ্ঠান গোটা দেশের কাছে একটি দৃষ্টান্ত ।