Chandrayaan 3: 'বিজয়ী ভব'! তৃতীয় চন্দ্রাভিযানের সাফল্য কামনা করে সমুদ্র সৈকতে ভাস্কর্য বালু শিল্পী সুদর্শনের - সুদর্শন পট্টনায়েক

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 14, 2023, 10:50 AM IST

আজ চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে চন্দ্রযান 3 ৷ শুক্রবার ভারতীয় সময় দুপুর 2:35 মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযানটির উৎক্ষেপণ হবে ৷ আজ ভারতের জন্য একটি বিশেষ দিন ৷ অভিযানের সাফল্য কামনা করে বিখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক পুরীর সমুদ্র সৈকতে ফুটিয়ে তুলেছেন তাঁর ভাস্কর্য ৷ লঞ্চ ভেহিক্যাল মার্ক-3 বা এলভিএম3 এই মহাকাশযানটিকে নিয়ে উড়ে যাবে বলে জানিয়েছে ইসরো ৷

বালুশিল্পী সুদর্শন পুরীর সৈকতে চন্দ্রযানের প্রতিকৃতি তৈরি করতে 15 টন বালি ও 500টি স্টিলের পাত্র ব্যবহার করেছেন । বালি-স্টিল দিয়ে তৈরি এই চন্দ্রযানের দৈর্ঘ্য 22 ফুট ৷ এর নীচে লেখা 'বিজয়ী ভব' ৷ এই ভাস্কর্য তৈরিতে বালু শিল্পীকে সাহায্য করেছেন তাঁরই স্যান্ড আর্ট স্কুলের ছাত্ররা ৷ প্রসঙ্গত, 2019 সালে চন্দ্রযান-2 চাঁদের মাটি স্পর্শ করতে ব্য়র্থ হয়েছে ৷ এটি তৃতীয় অভিযান। এই চন্দ্রযানের কয়েকটি বিশেষত্ব আছে। কোনও ঝাঁকুনি ছাড়াই নিরাপদে এটি চাঁদের মাটিতে নামবে ৷ এই প্রক্রিয়াকে 'সফট ল্যান্ডিং' বলা হয়।

শুধু তাই নয়, চন্দ্রযানটির অগস্ট মাসের 23-24 তারিখে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করার কথা ৷ বৃহস্পতিবার অভিযানের সাফল্য কামনা করে তিরুপতি মন্দিরে পুজো দেন ইসরোর চেয়ারম্যান-সহ অন্য বিজ্ঞানীরা ৷ বৃহস্পতিবার দুপুর 1টা থেকে চন্দ্রযান উৎক্ষেপণের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ 26 ঘণ্টা পর আজ দুপুরে এই চন্দ্রযানের উৎক্ষেপণ হতে চলেছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.