International Mathematical Olympiad: আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বড় সাফল্য রায়গঞ্জের সাগ্নিকের - Chess Champion
🎬 Watch Now: Feature Video
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (International Mathematical Olympiad) বড় সাফল্য রায়গঞ্জের সাগ্নিক বর্মনের। রায়গঞ্জ শহরের সুদর্শনপুরের বাসিন্দা সাগ্নিক বর্তমানে সারদা বিদ্যামন্দিরের চতুর্থ শ্রেণিতে পাঠরত। সাগ্নিকের বাবা এলাকায় দাবা চ্যাম্পিয়ন (Chess Champion) হিসেবে পরিচিত। স্বভাবতই ছোট থেকেই দাবার প্রতি উৎসাহ সাগ্নিকও। সম্প্রতি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে মেডেল অফ ডিসটিংক্টশন অর্জন করেছে চতুর্থ শ্রেণির সাগ্নিক। আন্তর্জাতিকস্তরে তার ব়্যাঙ্ক 16 এবং জোনালস্তরে নবমস্থান অধিকার করেছে সে। তাঁকে ঘিরে খুশির আবহ পরিবার ও বিদ্যালয়জুড়ে। সাগ্নিকের মা লীলা দেবী জানান, দ্বিতীয় শ্রেণিতে সে স্বর্ণপদক পেয়েছিল। তারপর এই সাফল্য। এই সাফল্যের জন্য তার বাবাকেই কৃতিত্ব দিয়েছেন সাগ্নিকের মা। বাবা কর্মসূত্রে দূরে থাকলেও অনলাইনে ছেলেকে ক্রমাগত প্রশিক্ষণ দিয়ে গিয়েছেন। বড় হয়ে দাবা নিয়ে এগোতে চায় বলে জানায় সাগ্নিক ।
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST