thumbnail

By

Published : Feb 27, 2023, 12:51 PM IST

ETV Bharat / Videos

Sagardighi By Election 2023: বিজেপি ও জোট প্রার্থীর করমর্দন, সৌজন্য নাকি গোপন আঁতাত ?

শাসক দলকে পর্যুদস্ত করতে মুর্শিদাবাদের সাগরদিঘিতে (Sagardighi By Election 2023) কি বিজেপির সঙ্গে গোপন আঁতাত করেছে বাম-কংগ্রেস জোট ? ভোটচিত্রের টুকরো ছবিতে এই সম্ভাবনার ইঙ্গিত মিলছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের ৷ আজ সকালে ভোট চলাকালীন 208 ও 209 নং বুথের সামনে হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করতে দেখা গেল বিজেপি প্রার্থী দিলীপ সাহা ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসকে (Handshake between BJP and Congress candidates)৷ একে নেহাতই সৌজন্য বলে দাবি করেছেন দুই প্রার্থী ৷ তবে এর ফলে উঠে আসছে নানা প্রশ্ন ৷ অনেকেই এর পেছনে বিজেপি ও বাম-কংগ্রেস জোটের গোপন আঁতাত দেখতে পাচ্ছেন ৷ যদিও বিজেপি প্রার্থী দিলীপ সাহার দাবি, এটা তৃণমূলের অপপ্রচার ৷ জেলাস্তরে কোনও আঁতাত হয়েছে কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা অবাস্তব ঘটনা (Murshidabad News)৷ এ দিন সামসাবাদের 208 ও 209 নং বুথে পরিদর্শনে যান বিজেপি প্রার্থী দিলীপ সাহা । তখনই সেখানে তাঁর দেখা হয় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের সঙ্গে ৷ তাঁকে দেখে হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করেন বিজেপি প্রার্থী ৷ তাঁর অভিযোগ, 96 নং বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি । দুপুর নাগাদ শাসক দলের লোকেরা ভোটের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে । গতকাল রাত থেকে যেভাবে অশান্তির বাতাবরণ তৈরি করা হয়েছে তাতে তৃণমূল সমস্যা তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি ৷ দীর্ঘদিন এই বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক ছিলেন তৃণমূলের সুব্রত সাহা ৷ তিনি প্রয়াত হওয়ার পর আসনটি খালি হওয়াতেই আজ উপনির্বাচন হচ্ছে সাগরদিঘিতে ৷ তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.