Safe Drive Save Life: 'বাড়ির লোক অপেক্ষায়', হেলমেটবিহীন বাইকারকে ফুল-মিষ্টিতে সচেতনতার বার্তা পড়ুযাদের - Safe Drive Save Life
🎬 Watch Now: Feature Video
আপনার জন্য আপনার বাড়ির লোক অপেক্ষায় রয়েছে, সর্বদা মাথায় হেলমেট পরে বাইক চালান । হেলমেটবিহীন বাইক আরোহীদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে সোমবার এমনই বার্তা দিল খুদে স্কুল পড়ুয়ারা । রাজ্যজুড়ে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' এর সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে । যেখানে পুলিশ প্রশাসন থেকে সাধারণ মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হচ্ছে । ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার অন্তর্গত বাঁশপাহাড়ি ফাঁড়ির পুলিশের এক অভিনব উদ্যোগ দেখা গেল ।
সোমবার ঝাড়গ্রাম জেলা পুলিশ দিশা কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করে । যেখানে পথচলতি সাধারণ মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করে খুদে পড়ুয়ারা । এর পাশাপাশি লরিচালক, বাসচালক ও গাড়ি চালকদের হাতে গোলাপ ফুল ও মিষ্টি তুলে দেয় পড়ুয়ারা । এই অবস্থায় হেলমেটবিহীন এক বাইক আরোহী সেই পথ দিয়ে আসছিলেন । সেই বাইক আরোহীকে সর্বদা হেলমেট পড়ে গাড়ি চালানোর পরামর্শ দিয়ে তারা বলে, "আপনার জন্য আপনার পরিবারের লোক অপেক্ষায় রয়েছে" ৷ এরপর তার হাতে গোলাপ ফুল ও মিষ্টি তুলে দেয় খুদে পড়ুয়ারা । এই বিষয়ে বেলপাহাড়ির এসডিপিও উত্তম গড়াই বলেন ,"মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হচ্ছে । যেখানে ছাত্র-ছাত্রীরা ও সাধারণ মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করছে ।"