Watch Viral Video: দিনেদুপুরে ওড়িশা-অন্ধ্র সীমান্তে রাস্তা পার হচ্ছে রয়্যাল বেঙ্গল, ভাইরাল ভিডিয়ো - odisha andhra border

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2023, 11:02 PM IST

সুন্দরবন নয়, ওড়িশা-অন্ধ্র সীমান্তে ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার । এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি বাঘ রাস্তা পার হচ্ছে ৷ গুনপুরের কাছে ওড়িশা সীমান্তের শ্রীকাকুলাম জেলার অন্ধ্র ভামিনী মণ্ডল এলাকার ঘটনা ৷ ভাইরাল হওয়া এই ভিডিয়ো ঘিরে সীমান্তবর্তী গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে । খবর পেয়ে শ্রীকাকুলাম বন দফতরের আধিকারিকরা এলাকা পরিদর্শনে আসেন ৷ 

ভামিনী মণ্ডলের বনকর্মী রামারাও জানান, গ্রামবাসীরা কেউ ব়্যয়াল বেঙ্গল টাইগারটিকে চোখে না-দেখলেও বেশ কিছু এলাকায় বাঘের পায়ের ছাপ মিলেছে ৷ বনকর্মীদের পক্ষ থেকে মাইকিং শুরু করা হয়েছে ৷ গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে ৷ গৃহপালিত পশুদের না-ছাড়ারও পরামর্শ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি অন্ধকারে বাইরে বেরনোর ব্যাপারেও সাবধান করা হয়েছে সাধারণ মানুষকে ৷ গুনাপুরের ডেপুটি রেঞ্জার নীল মাধব পাধি বলেন, "ওড়িশা সীমান্তের শ্রীকাকুলাম জেলার অন্ধ্র ভামিনী মণ্ডলের একটি বাঘের ভিডিয়ো ভাইরাল হয়েছে । তবে ওড়িশায় কোনও বিপদ নেই । প্রতিদিন সীমান্ত পরিদর্শন করা হচ্ছে । নজর রাখা হচ্ছে ৷ পাশাপাশি অন্ধ্রের অফিসারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে ৷ এই ধরনের কোনও খবর এলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.