Theft in Mobile Shop: দত্তপুকুরে এক মোবাইলের দোকানে বড় চুরি - Robbery at mobile shop in Duttapukur

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 12, 2023, 2:18 PM IST

মোবাইলের দোকানে সাত সকালে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল (Robbery at mobile shop in Duttapukur) ৷ এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার দত্তপুকুর স্টেশনের কাছে রেল মার্কেটে ৷ সকাল দশটার সময় দোকান খুলতেই মালিক হতবাক ৷ তাঁর চোখে পড়ে উপরের টিনের ছাদ ভাঙা অবস্থায় রয়েছে ৷ তখনই তিনি অনুমান করেন, কেউ প্রথমে টিনের ছাদ ভাঙে তারপর ফলস সিলিং কেটে দোকানের মধ্যে ঢোকে ৷ এরপর তিন দেখেন ক্যাশ বাক্স ভাঙা ৷ তার থেকে খোয়া গিয়েছে আনুমানিক দশ হাজার টাকা ৷ এর পাশাপাশি 2 লক্ষাধিক টাকার মোবাইলও চুরি হয়েছে বলে দাবি করেন দোকানের মালিক ৷ নাইটগার্ড থাকা সত্ত্বেও এভাবে চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে আশেপাশের ব্যবসায়ীরা ৷ দোকানের মধ্যে সিসিটিভি ক্যামেরা আগে থেকেই বিকল করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ দত্তপুকুর থানায় খবর দেওয়া হয়েছে ৷ পুলিশ তদন্ত করে দেখবে বলে আশ্বাস দিয়েছে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.