Durgapur Water Problem: 20 দিন ধরে নির্জলা সরকারি আবাসন, ঘেরাও আধিকারিক - পানীয় জল পরিষেবা
🎬 Watch Now: Feature Video
রাজ্য সরকারের অধীনস্ত দুগ্ধ শিল্পের আবাসনে (Government Staff Quarter) বন্ধ পানীয় জল পরিষেবা (Water Problem) ৷ বিপাকে অন্তত 17টি আবাসিক পরিবার ৷ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর (Durgapur) শহরের 29 নম্বর ওয়ার্ডের ঘটনা ৷ আবাসিকদের দাবি, গত 20 দিন ধরে জল পাচ্ছেন না তাঁরা ৷ লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রাস্তার কল থেকে জল তুলে আনতে হচ্ছে ৷ ফলে রোজের কাজ সারতে হিমশিম খেতে হচ্ছে আবাসিকদের ৷ তাঁদের অভিযোগ, এই বিষয়ে সংস্থার আধিকারিকদের বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি ৷ তাই একপ্রকার বাধ্য হয়েই সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকদের ঘেরাও করলেন তাঁরা ৷ শুক্রবার প্রায় আধঘণ্টা ধরে ঘেরাও চলে ৷ চাপের মুখে দ্রুত সমস্য়া মেটানোর আশ্বাস দেন ঘেরাও হওয়া আধিকারিকরা ৷
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST