Blast in Duttapukur: দত্তপুকুর বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি কৌস্তভের, প্রমাণ লোপাটের অভিযোগ বিজেপির
🎬 Watch Now: Feature Video
রবিবার দত্তপুকুরের নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি করলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী ৷ এদিন তিনি বলেন, "এখানে দেখে মনে হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের মধ্যে দাঁড়িয়ে আছি ৷ একের পর এক জায়গায় এরকম ঘটনা ঘটেছে ৷ রাজ্য সরকারের তরফে বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও তা নেওয়া হচ্ছে না ৷ শুধু কথার কথা বলা হচ্ছে ৷ রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীর এলাকায় এই ঘটনা ঘটেছে অথচ তিনি বলছেন কিছু জানেন না ৷ পুলিশ প্রশাসন বলছে কিছু জানে না ৷ অথচ এলাকার মানুষ বলছেন এখান থেকে পুলিশ তোলা তুলত ৷ বাজি কারখানার মালিকরা বলছেন এখানে বাজি তৈরি হয়নি, তাহলে কি বোমা বা আরডিএক্স তৈরি হত! ঘটনার এনআইএ তদন্তের দাবি জানাচ্ছি আমরা ৷ 7 জনের জায়গায় 70 জনের মৃত্যু হতে পারত ৷ এঘটনার নৈতিক দায় নিতে হবে মুখ্যমন্ত্রী হবে ৷ এটা লজ্জার ৷"
অন্যদিনে বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্রের দাবি, বারুদের স্তুপের উপর রয়েছে বাংলা ৷ প্রমাণ লোপাটের চেষ্টা করছে পুলিশ-প্রশাসন তাই জেসিবি নিয়ে আসা হয়েছে ৷ শব্দহীন বাজি তৈরির জন্য এত বারুদ রাখে না ৷ পুলিশ আর তৃণমূল এখানে মানুষকে ভয় দেখাতে বোমা তৈরি করছিল ৷ পুলিশ তৃণমূলের দালাল হিসেবে কাজ করে, কোটি কোটি টাকা তোলে ৷ তাঁর কথায়, রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ এটা জানেন না তা হতে পারে না, তিনি এখানকার বিধায়ক ৷
দত্তপুকুরের বিস্ফোরণে কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় ফের রাজ্যে বেআইনি বাজি কারখানার রমরমার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে ৷