Rasgulla Day: রসগোল্লা বিলি করে জিআই স্বীকৃতির বর্ষ পালন হুগলির মিষ্টি ব্যবসায়ীদের - হুগলির চুঁচুড়ায় রসগোল্লা বিতরণ
🎬 Watch Now: Feature Video
রসগোল্লা তুমি কার (Rasgulla Day)। এই নিয়ে নানা বিতর্কের পর অবশেষে রসগোল্লা স্বীকৃতি পেয়েছে সে বাংলার । 5 বছর আগে 14 নভেম্বর এই স্বীকৃতি মেলে ৷ সোমবার সেই স্বীকৃতি উদযাপন করতে চুঁচুড়ার ঘড়ির মোড় এলাকায় পথচারীদের সকলকে রসগোল্লা খাওয়ালো হুগলি জেলা মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি (Rasgulla Distributed Amomg Peoples By Hooghly Sweet Traders)। 60 হাজার রসগোল্লা এদিন তৈরি করা হয়েছিল সকলকে বিতরণ করার জন্য ৷ বাচ্চা থেকে বুড়ো, সকলেই বিনামূল্যে রসগোল্লা খেতে ভিড় জমালেন ঘড়ির মোড়ে ৷
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST