HS Results 2023: আইআইটি নিয়ে ভবিষ্যতে এগোতে চায় উচ্চমাধ্যমিকে নবম অর্ক - উচ্চমাধ্যমিক রেজাল্ট 2023

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 24, 2023, 7:29 PM IST

Updated : May 24, 2023, 8:01 PM IST

বুধবার প্রকাশিত হয়েছে 2023 উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ৷ মেধাতালিকায় জায়গা পেয়েছেন 87 জন ৷ এর মধ্যে নবম স্থানে রয়েছেন কলকাতার নবনালন্দা হাইস্কুলের ছাত্র অর্ক দাস ৷ বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করে তাঁর প্রাপ্ত নম্বর 488 । আগামিদিনে আইআইটি'তে পড়ার ইচ্ছে রয়েছে অর্কর । ইটিভি ভারতকে এই কৃতী ছাত্র এমনটাই জানিয়েছেন ৷ এছাড়াও টেবিল টেনিস খেলতে ভালোবাসলেও পড়াশোনার চাপে তা আর হয়ে উঠত না অর্কর । মাধ্যমিক পরীক্ষা না-দিতে পারায় মনখারাপ প্রথম থেকেই ছিল ৷ তাই তাঁর কাছে প্রথম বোর্ডের পরীক্ষা উচ্চমাধ্যমিক নিয়ে একটু ভয়ও ছিল ৷ তবে ফলাফল প্রকাশের পর তা কার্যত উড়ে গিয়েছে ৷ মেধাতালিকায় স্থান পাওয়ার খবর পেতেই তাই খুশির মেজাজ অর্কর স্কুল ও বাড়িতে ৷ উচ্চমাধ্যমিকের প্রস্তুতির জন্য দিনে প্রায় আট থেকে নয় ঘণ্টা পড়াশোনা করেছেন অর্ক । স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি বাড়িতেও প্রাইভেট টিউশনের মাধ্যমে পড়াশোনা চলত তাঁর ৷ ছেলের এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি মা কাকলি দাস ৷ ছেলের এহেন ফলাফলের খবর জানা মাত্রই চোখেমুখে খুশি ধরা পড়ল তাঁর মায়ের ৷  

Last Updated : May 24, 2023, 8:01 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.