কনকনে ঠান্ডায় দোসর বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস ? - West Bengal Weather Update

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 7:20 PM IST

Updated : Jan 17, 2024, 7:38 PM IST

West Bengal Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাসের কথা জানাল আলিপুর আবহাওয়া অফিস ৷ বুধবার বিকেলে হাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস জানান, এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর একটি উচ্চচাপ বলয় রয়েছে ৷ এছাড়া উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি আগামিকাল বৃহস্পতিবার আমাদের রাজ্যের উপরে আসবে । এর প্রভাবে আজ বুধবার রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ৷ এর মধ্যে দুই 24 পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এবং কলকাতায় মাঝারি বৃষ্টি হতে পারে ।

পশ্চিমের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টিতে হতে পারে । উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ে আগামী পাঁচদিন বৃষ্টি হবে । এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলার মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা ও উত্তর দিনাজপুরেও আগামিকাল এবং পরশু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।  বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কম থাকবে ৷ অতএব দিনের বেলায় শীতের আমেজ আরও বাড়বে ৷ সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়বে । সকালের দিকে কুয়াশা থাকবে ৷ এই অকাল বৃষ্টি কনকনে ঠান্ডাকে আরও বাড়িয়ে দেবে ৷ 

Last Updated : Jan 17, 2024, 7:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.