সুড়ঙ্গ-সাফল্য! বাধা কাটিয়ে রংপো রেল প্রকল্পে গতি - রেল
🎬 Watch Now: Feature Video
Published : Jan 2, 2024, 2:42 PM IST
|Updated : Jan 2, 2024, 2:56 PM IST
Sevoke Rangpo Railway Project: সমস্ত রকম বাধা-বিপত্তি কাটিয়ে অবশেষে সেবক রংপো রেল প্রকল্পে আরও একটি সাফল্য। এই রেল প্রকল্পে থাকা 4 নম্বর টানেলের পোটাল 1 নম্বরের সফলভাবে ব্রেক থ্রু করা হল সোমবার। জানা গিয়েছে, 2020 সালে 20 জন ইঞ্জিনিয়ার প্রায় 400 জন কর্মীকে নিয়ে এই টানেলের কাজ শুরু করেন। এই টানেল প্রায় 3948 মিটার। অন্যদিকে, রেল সূত্রে জানা গিয়েছে 4 নম্বর টানেলের পোটাল থেকে এডিট পর্যন্ত 2016 মিটার লম্বা। জানা গিয়েছে, আগামী মার্চ মাসের মধ্যে এই 4 নম্বর টানেলের কাজ সম্পূর্ণভাবে শেষ হবে।
এদিন আনুষ্ঠানিকভাবে ইরকোনের ডিরেক্টর মহেন্দ্র সিংয়ের উপস্থিতিতে সফলভাবে ব্রেক থ্রু করা হয়। আরও জানা গিয়েছে এই টানেলের নির্মাণের কাজ করছে আইটিডিসি। তবে এই টানেল নির্মাণের কাজে এখনও পর্যন্ত কোনওরকম দুর্ঘটনা ঘটেনি। এর আগে অনিশ্চয়তার মুখে পড়েছিল এই রেলওয়ে প্রজেক্ট। সঠিক সময়ে কাজ শেষ না-হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রকল্পের একটি টানেলের ছাদ হঠাৎ ধসে পড়ে।
তখন উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে খবর পাওয়া যায়, সেবক-রংপো রেল প্রকল্পের পাঁচ নম্বর টানেল ক্ষতিগ্রস্ত হয়েছিল। যদিও সেই ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। তবে টানেলের ছাদ খসে পড়ার কারণে সময়ের মধ্যে রেল প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। আর তারপর এই সাফল্য ৷ 2024 সালে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা।