Puja Fashion: লীনা গঙ্গোপাধ্যায়ের বুটিকের শাড়ি পরে আপনিও হতে পারেন ছোটপর্দার প্রিয় চরিত্র
🎬 Watch Now: Feature Video
Published : Sep 26, 2023, 10:06 PM IST
তাঁর লেখনীতে চরিত্ররা জীবন্ত হয়ে ওঠে টেলিভিশনের পর্দায় ৷ কখনও মা আবার কখনও বৌমা আবার কখনও নারীর অধিকার, লড়াই, স্বাভিমান তুলে ধরে তিনি সমাজকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে সহায়তা করেন ৷ কিন্তু কথাতেই আছে, যিনি রাঁধেন তিনি আবার চুলও বাঁধেন ৷ তাই সিরিয়ালের চরিত্র যেমন তিনি দক্ষতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলেছেন তেমনই নিজের পছন্দকে গুরুত্ব দিয়ে গড়ে তুলেছেন শাড়ি-গয়নার বুটিক ৷ কথা হচ্ছে চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে ৷ পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ প্যান্ডেল হপিংয়ের প্ল্যানের সঙ্গে শুরু হয়ে গিয়েছে, কোন দিন কেমন শাড়ি ফ্যাশনে রাখতে হবে ৷ অনেকের আবার ঝলমলে শাড়ির সঙ্গে পছন্দ করেন খাদি, হ্যান্ডলুম শাড়ি ৷ তাতে অবশ্যই অনেকে রাখতে চান স্বতন্ত্রতার ছোঁয়া ৷ তেমনই শাড়ির খোঁজ নিতে ইটিভি ভারত ঢুঁ মেরেছিল লীনা গঙ্গোপাধ্যায়ের বুটিকে ৷ নানা ধরনের রং, নানা ধরনের ডিজাইন থেকে রকমারি গয়না পাওয়া যাবে এক ছাদের তলায় ৷ আবার এই শাড়ি-ওই শাড়ি দেখতে দেখতে খিদে পেলে, তার ব্যবস্থাও রয়েছে এই বুটিকে ৷ তাহলে এক নজরে দেখে নেওয়া যাক লীনা গঙ্গোপাধ্যায়ের বুটিকের অন্দরমহল ৷