Siliguri Puja Carnival: ক্লাবের সংখ্যা কম হলেও কার্নিভালে মাতলো শিলিগুড়ির শহরবাসী - শিলিগু়ি পুজো কার্নিভাল

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 2:42 PM IST

Updated : Oct 27, 2023, 2:53 PM IST

দুর্গাপুজো কার্নিভালে মাতলো শহরবাসী । বৃহস্পতিবার সন্ধ্যায় কার্নিভালের সূচনা করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর-সহ অন্যান্যরা । গতবারের তুলনায় এবার অংশগ্রহনকারী পূজো উদ্যোক্তাদের সংখ্যা কমলেও, জাঁকজমক একটুও কমেনি । এই বছর দশটি ক্লাব কার্নিভালে অংশগ্রহন করেছে ।

বৃহস্পতিবার শিলিগুড়ির হাসমি চক থেকে প্রতিমা নিয়ে সেভক মোড় হয়ে এয়ারভিউ মোড় সংলগ্ন লালমোহন মৌলিক প্রতিমা নিরঞ্জন ঘাটে প্রতিমা নিরঞ্জন করা হয় । বর্নাঢ্য মিছিলের পাশাপাশি সাংস্কৃতিক নাচ-গানের আয়োজন করা হয়েছিল ক্লাব কর্তৃপক্ষের তরফে । এছাড়াও দার্জিলিং জেলা তথ্য সংস্কৃতি বিভাগের তরফে শতাধিক শিল্পী  অংশগ্রহণ করেছিলেন এই সাংস্কৃতিক অনুষ্ঠানে । কার্নিভালকে কেন্দ্র করে কড়া পুলিশি নিরাপত্তার আয়োজন করা হয়েছিল । কার্নিভালে উপস্থিত শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, "কলকাতার পর অন্যতম সেরা কার্নিভালের আয়োজন শিলিগুড়িতে হয় । তবে আরও কয়েকটি ক্লাব অংশগ্রহণ করলে ভালো হতো ।" 

প্রসঙ্গত,  গতকাল জেলাগুলিতে পুজো কার্নিভালের আয়োজন করা হয়েছিল ৷  আজ রেড রোডে কার্নিভাল ৷ বেশ কয়েক বছর ধরেই সেরা পুজোগুলির কার্নিভাল হচ্ছে শহরে ৷   

Last Updated : Oct 27, 2023, 2:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.