Durga Puja Procession: দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি উপলক্ষে শোভাযাত্রা রায়গঞ্জে - হেরিটেজ স্বীকৃতি উপলক্ষে শোভাযাত্রা রায়গঞ্জে
🎬 Watch Now: Feature Video
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোকে বিশেষ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো (Intangible Cultural Heritage) ৷ বিশ্বের সব প্রান্তের বাঙালির কাছে একটা বড় প্রাপ্তি ৷ এই স্বীকৃতিই সামনে রেখে বৃহস্পতিবার রাজ্য জুড়ে পদযাত্রার আয়োজন করা হয় প্রশাসনের তরফে (Procession in Raiganj for Durga Pujas UNESCO recognition) ৷ এদিন উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরেও অনুষ্ঠিত হয় শারদোৎসবের হেরিটেজ স্বীকৃতি উপলক্ষে শোভাযাত্রা । রায়গঞ্জের বিভিন্ন ক্লাব ও সংগঠন মিলে মোট 100টি দল শোভাযাত্রায় অংশগ্রহণ করে । শোভাযাত্রায় অংশ নেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা বিষয়ক মন্ত্রী গোলাম রব্বানি, রাজ্য বিধানসভার পিএসি'র চেয়ারম্যান তথা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দকুমার মীনা, জেলা পুলিশ সুপার সানা আখতার-সহ জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকগণ (Durga Puja Procession) ।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST