KMC Dengue Awareness: ডেঙ্গি সচেতনতার বার্তা দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের - ডেঙ্গি সচেতনতার বার্তা দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 7:56 PM IST

আগমনীর সুরে যখন গা ভাসাতে প্রস্তুত হচ্ছে নগরবাসী, সেই সময় আতংকের পরিবেশ তৈরি করছে মারণ ডেঙ্গি ৷ পরিস্থিতি সামাল কলকাতার উত্তর থেকে দক্ষিণে অভিযান চালাতে দেখা গেছে ডেপুটি-মেয়র অতীন ঘোষকে ৷ এবার ময়দানে নামলেন খোদ মেয়র ফিরহাদ হাকিম ৷ 101 নম্বর ওয়ার্ডে এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে যাদবপুর, পাটুলির বিভিন্ন এলাকার মানুষকে সচেতনতা বার্তা দিলেন তিনি ৷ এই মিছিলের আয়োজন করেন 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত ৷

যেভাবে শহর কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তা মাথায় রেখে কলকাতার সর্বত্র নেমে পড়েছেন ভেক্টর কন্ট্রোল কর্মীরা ৷ বিভিন্ন এলাকায় কাউন্সিলররা রাস্তায় নেমে পড়েছে মানুষকে সচেতন করার জন্য ৷ এর আগে দেখা গেছে ডেপুটি-মেয়র অতীন ঘোষ কলকাতা বিভিন্ন এলাকায় ঘুরে ডেঙ্গি মোকাবিলায় কী কী করণীয় ? তা সাধারণ মানুষকে বোঝাচ্ছিলেন ৷ বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা থেকে জনবসতি এলাকায় উদাসীনতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে ৷

এ দিন সকালে গাঙ্গুলি বাগান মোড় থেকে মেয়র ফিরহাদ হাকিম নেতৃত্বে মিছিল বের হয় ৷ ছিলেন এলাকার বিধায়ক দেবব্রত মজুমদার এবং কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত ৷ ঢাকের বাদ্যি থেকে শুরু করে, উজ্জ্বল রঙে ডেঙ্গি সচেতনতার বার্তা লেখা প্ল্যাকার্ড ৷ মেয়র ফিরহাদ হাকিম জানান, ডেঙ্গি নিয়ে মানুষকে সচেতন হতে হবে ৷ মানুষ সচেতন না হলে, কিছুই করা সম্ভব না ৷ পৌরনিগম তাদের মতো যথেষ্ট কাজ করছে বলে জানান তিনি ৷ পাশাপাশি অতীন ঘোষ এবং দেবাশিস কুমাররা রোজ সকালে যে ডেঙ্গি প্রতিরোধে জন সচেতনতার কাজে বেরিয়ে পড়েন, তার বিশেষ উল্লেখ করলেন মেয়র ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.