PM Modi at Ambaji Temple: অম্বাজি মন্দিরে পুজো ও আরতি করলেন মোদি, দেখুন ভিডিয়ো - Modi performs puja and darshan at Ambaji temple
🎬 Watch Now: Feature Video
Published : Oct 30, 2023, 7:06 PM IST
দু'দিনের গুজরাত সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার প্রধানমন্ত্রী মোদি অম্বাজি মন্দিরে যান মা অম্বার আশীর্বাদ গ্রহণ করতে ৷ ফুল ছড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অসংখ্য মানুষ ভিড় করেন মন্দির চত্বরে ৷ মোদির সঙ্গী হিসাবে ছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, বিধানসভার স্পিকার শঙ্কর চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভিও। প্রধানমন্ত্রী মোদি মন্দিরে পৌঁছলে উপজাতীয় নৃত্য ও আদিবাসী ঢোলের তালে তাঁকে মন্দিরে অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গিয়েছে। সকলে প্রধানমন্ত্রীকে একঝলক দেখার জন্য উপস্থিত হয়েছিলেন ৷ অন্যদিকে, মন্দিরের শক্তিদ্বারে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, বিধানসভার স্পিকার শঙ্কর চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি ৷ সেখানে অম্বাজি মন্দিরের গর্ভগৃহে পাহাড়ি পুজো করে দেবীর আশীর্বাদ গ্রহণ করেন প্রধানমন্ত্রী। মোদির এই সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বজায় রাখা হয়েছিল ৷ মন্দির চত্বরে ছিল পুলিশের নজরদারি ৷ অম্বাজির মন্দিরে মায়ের দর্শন ও আশীর্বাদ নেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খেরালুতে দাভোদা সভায় ভাষণ দিতে যান। সেখানে নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে দেখা যায় আইজি, এসপি, ডিওয়াইএসপি, পিআই, পিএসআই-সহ পুলিশ কর্মকর্তাদের ৷