শ্রীভূমিতে শুরু পৌষ পার্বণ, পিঠে-পুলির স্বাদ নিতে ভিড় জমাচ্ছে শহর; দেখুন ভিডিয়ো - জমাচ্ছে শহর
🎬 Watch Now: Feature Video
Published : Dec 27, 2023, 1:43 PM IST
|Updated : Dec 27, 2023, 2:23 PM IST
Poush Parbon Festival: শীতকাল মানেই খাদ্য-রসিক বাঙালির কাছে তাড়িয়ে উপভোগ করার ঋতু ৷ তা যদি আবার পিঠে-পুলি হয় তবে তো কথাই নেই ৷ শীতকালে পিঠের স্বাদ নেবে না এই রকম বাঙালি নেই বললেই চলে ৷ বাঙলির কাছে মা-ঠাকুমা- দিদিমার হাতে তৈরি পিঠে-পুলি আজও মন কাড়ে ৷ নগরবাসীকে সেই স্বাদের ভাগে সামিল করতে ভিআইপি লাগোয়া শ্রীভূমি ও লেকটাউন এলাকায় শুরু হয়েছে পৌষ পার্বণ ও ক্রিস্টমাস উৎসব।উৎসবকে ঘিরে মানুষের উত্তেজনা দেখার মতো ৷
লেকটাউনে আয়োজিত ভিআইপি এলাকার পৌষ পার্বণ ও ক্রিস্টমাস উৎসবে ভিড়ও চোখে পড়ার মতো ৷ পিঠে-পুলির স্বাদ নিতে এখানে উপস্থিত হয়েছেন এলাকাবাসী ৷ এই পৌষ পার্বন উৎসবে অংশ নিতে আসা মানুষজনের কথায় ব্যস্ততার মধ্যে বাড়িতে পিঠে-পুলি তৈরির রেওয়াজ কমে গিয়েছে ৷ এই পার্বণে বেলেঘাটা যোগ দিতে আসা রাজশ্রী সরদার জানান, শারীরিক কারণে মা-ঠাকুমারাও আর পিঠে বানাতে পারেন না ৷ তাই বর্তমান প্রজন্মের সঙ্গে পিঠে-পুলির পরিচয় করে দিতেই এখানে আসা। তবে শুধু পিঠে-পুলি দিয়ে মিষ্টি মুখ নয় মাছ-মাংসের তৈরি বিভিন্ন জিনিসও আছে ৷ এই পার্বণে পেয়ে যাবেন লটেরমাছ ফ্রাই থেকে শুরু করে ফিশ ফিঙ্গার । মিলবে গন্ধরাজ কাবাব থেকে শুরু করে মূর্গ মশলা বিরিয়ানি । এক ছাতার তলায় মিলছে স্ন্যাকস হোক বা পিঠে বা মিষ্টি সবই ৷