Durga Puja 2023: মৃৎশিল্পীদের সংকট তুলে ধরতে দক্ষিণদাড়ি ইয়ুথের থিম ‘যাপন কথা’
🎬 Watch Now: Feature Video
Published : Oct 21, 2023, 10:06 AM IST
দমদম সংলগ্ন দক্ষিণদাড়ি এলাকায় বহু মৃৎশিল্পীর বাস ৷ সারা বছর তাঁরা মৃৎশিল্পের কাজ করেই রুজি-রুটি চালান ৷ তাই তাঁদের নিয়েই এবার পুজোর থিম করেছে দক্ষিণদাড়ি ইয়ুথ পুজো কমিটি ৷ ওই পুজো কমিটির সদস্য পার্থ বর্মা জানালেন, নগরায়নের ফলে সংঙ্কটে পড়েছেন দক্ষিণদাড়ির মৃৎশিল্পীরা । তাঁদের কাজের জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে ৷ সেই কারণেই তাঁদের কথা তুলে ধরতে এই থিম করা হয়েছে ৷ যার নাম দেওয়া হয়েছে ‘যাপন কথা’ ৷ দক্ষিণদাড়ি ইয়ুথের পুজো এবার 23তম বছরে পড়ছে ৷ এবার তাঁদের মণ্ডপ তৈরি হয়েছে শিল্পী অনির্বাণ দাসের তত্ত্বাবধানে ৷ এই মণ্ডপ দেখতে দূরদূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা । মণ্ডপ, মণ্ডপ তৈরিতে অভিনব ভাবনা দেখে খুশি দর্শনার্থীরা ৷ পুজো কমিটিও খুশি যে তাঁদের পরিশ্রম মানুষের ভালো লাগছে বলে ৷ তাছাড়া দুর্গাপুজোয় মণ্ডপ ও প্রতিমা দর্শন এখন আর ষষ্ঠী বা সপ্তমী থেকে শুরু হয় না ৷ শুরু হয়ে যায় মহালয়া থেকেই ৷ মানুষ প্রতিটি মণ্ডপ খুঁটিয়ে দেখতে চান বলেই বহু আগে থেকে মণ্ডপে মণ্ডপে ভিড় হচ্ছে বলে মনে করেন দক্ষিণদাড়ি ইয়ুথ পুজো কমিটির সদস্য পার্থ বর্মা ৷