Panchayat Elections 2023: ভাঙড়ে ভোটের কাজে এসে নিখোঁজ পোলিং অফিসার - নিখোঁজ পোলিং অফিসার

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 9, 2023, 7:45 PM IST

Updated : Jul 9, 2023, 8:34 PM IST

শনিবার পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই নিখোঁজ ভাঙড়ের ভোট কর্মী সঞ্জয় সরদার। পরিবারের পক্ষ থেকে জীবনতলা থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ, ভোট করাতে এসে ভাঙড়ের কাঠালিয়া হাইস্কুলে ব্যালট বক্স জমা দেওয়ার পর থেকেই নিখোঁজ ওই ভোট কর্মী। ভোটের দিন পোলেরহাট 2 গ্রাম পঞ্চায়েতের 107 নং বুথের দক্ষিণ গাজীপুর এসএসকে স্কুলে ডিউটি পড়েছিল তাঁর। সেকেন্ড পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন সঞ্জয় সরদার ৷ তিনি জীবনতলার বাগমারি এলাকা থেকে এসেছিলেন। ব্যালট বক্স জমা দিয়ে গভীর রাতে পরিবারের সঙ্গে একবার কথাও বলেছিলেন তিনি ৷ এরপর রাত 2 টো 15 নাগাদ কাঁঠালিয়া হাই স্কুল থেকে বাড়ি যাওয়ার উদ্দেশে তিনি বেরিয়েছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু তারপর থেকে আর সঞ্জয়বাবুর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ফোনও বন্ধ সঞ্জয় সরদারের। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে রবিবার বিকালেই পরিবারের সদস্যদেরকে নিয়ে কাশীপুর থানায় আসেন তদন্ত করতে। কাশীপুর থানার পাশাপাশি ভাঙড় দু'নম্বর ব্লকের ডিসিআরসি কাঠালিয়া হাই স্কুলে সিসিটিভি ক্যামেরার ভিডিয়ো খতিয়ে দেখে জীবনতলা থানার পুলিশ। পাশাপাশি এলাকার রাস্তায় থাকা একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে জীবনতলা থানার পুলিশ। তবে ভোটের ডিউটির পর কোথায় গেলেন পোলিং অফিসার সঞ্জয়, সেই নিয়েই উঠছে প্রশ্ন। 

Last Updated : Jul 9, 2023, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.