Samik Bhattacharya: বিজেপির রাজারহাট বিডিও অফিস ঘেরাও অভিযানে বাধা পুলিশের, সরব শমীক ভট্টাচার্য
🎬 Watch Now: Feature Video
বিজেপির রাজারহাট বিডিও অফিস ঘেরাও অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যর নেতৃত্বে বিজেপি সমর্থকদের রাজারহাট বিডিও অফিস পর্যন্ত যেতে বাধা পুলিশের। অফিসের কাছাকাছি বিধাননগর পুলিশ পথ শুক্রবার রাস্তা অবরোধ করে বিজেপি সমর্থকরা। এলাকায় ছড়ায় উত্তেজনা ৷ 21 জুলাই রাজ্যের সব বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। সেইমতো রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপি সমর্থকদের একটি দল পৌঁছয় রাজারহাট বিডিও অফিসের কাছে। তবে 21 জুলাই রাজ্যের সমস্ত ব্লক অফিসে সকাল 9টা থেকে বিকেল সাড়ে 5টা পর্যন্ত জারি করা হয় 144 ধারা। তাই বিজেপি সমর্থকদের বিডিও অফিসের দিকে এগোতে বাধা দেয় বিধাননগর পুলিশ। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করেন বিজেপি সমর্থকরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মী-সমর্থকরা। ঘটনায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান বিজেপির কর্মীরা। পুলিশের সঙ্গে যোগ দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। বিজেপি মুখপাত্র বলেন, "গণনা কেন্দ্রে কারচুপি তথা ভোটে কারচুপির প্রতিবাদে প্রতীকী প্রতিবাদ চলছে ৷ সেই জন্যই পশ্চিমবঙ্গজুড়ে সর্বত্র এই বিরোধিতা একযোগে চলছে ৷"