Drunk Bus Driver: মদ্যপ মিনিবাস চালক, নামানো হল যাত্রীদের - দুর্গাপুরের খবর
🎬 Watch Now: Feature Video
মদ্যপান করে বাস চালানোর অভিযোগে আটক বাস চালক ও খালাসি ৷ শুক্রবার সকালে দুর্গাপুর সিটি সেন্টার সংলগ্ন নগর নিগম মোড়ের ঘটনা (police detained drunk bus driver in durgapur) ৷ এদিন দুর্গাপুর স্টেশন থেকে বেনাচিতি রুটের একটি মিনিবাস যখন বেনাচিতির দিকে যাচ্ছিল দ্রুত গতিতে ৷ বাসের গতি দেখে সন্দেহ হয় কর্তবরত ট্রাফিক আধিকারিকদের (police detained drunk bus driver)৷ এরপরেই দুর্গাপুর নগর নিগম মোড়ের কাছে ট্রাফিক পয়েন্টে মিনিবাসটিকে আটকে দেওয়া হয় ৷ ট্রাফিক পুলিশ মিটার দিয়ে দেখেন চালক মদ্যপ অবস্থায় রয়েছেন ৷ সঙ্গে সঙ্গে বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। আটক করা হয় মিনিবাসের চালক গৌতম সেন ও খালাসি ফটিক দত্তকে ৷ যদিও বাসচালক অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁর দাবি, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন না ৷