BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানে যেতে বাধা, উত্তেজনা বাঁকুড়ায় - নবান্ন অভিযান
🎬 Watch Now: Feature Video
নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) যাওয়ার জন্য বাঁকুড়া স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে একটি স্পেশাল ট্রেনের আয়োজন করা হয় বিজেপির তরফে ৷ সেই ট্রেনে ওঠার আগেই বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে আটক করল পুলিশ (Police detained BJP supporters from Railway station) ৷ বিজেপির দাবি, পুলিশ 'দলদাসে' পরিণত হয়েছে ৷ তবে এভাবে তাদের আটকানো যাবে না । এই নিয়ে সরব হয়েছেন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীলরুদ্র মণ্ডল । তিনি জানান, জেলার বিভিন্ন অংশে বিজেপি কর্মীদের পুলিশ আটক করছে ৷ এমনকী পুলিশের হাতে দলের কর্মীরা আক্রান্ত হচ্ছে বলে দাবি করেন তিনি ।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST