BJP Nabanna Abhijan: রামপুরহাট রেল স্টেশনে বিজেপি কর্মী-সমর্থকদের আটক পুলিশের - রামপুরহাট রেল স্টেশন
🎬 Watch Now: Feature Video
আজ বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) ৷ এই কর্মসূচির জন্য রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা ট্রেনে করে কলকাতায় আসছে । কিন্তু তাদের অভিযোগ, একের পর এক স্টেশনে আটকানো হচ্ছে বিজেপি কর্মীদের (Police detained BJP supporters) । বীরভূমের রামপুরহাট রেল স্টেশন (Rampurhat railway station) থেকে বেশ কয়েকজন বিজেপি কর্মীদের আটক করল পুলিশ । বিজেপি কর্মীরা জানান, তারা আজ দলের নবান্ন অভিযান কর্মসূচি জন্য যাচ্ছিলেন ৷ কলকাতা যাওয়ার জন্য ট্রেন ধরতে এসেছিলেন । তাদেরকে রামপুরহাট থানার পুলিশ স্টেশন থেকে আটক করে । পুলিশ তাদের বলে, তারা যে কর্মসূচিতে যাচ্ছে তা অবৈধ । তাই তাদের যেতে দেওয়া হবে না ।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST