Police BJP Clash: নিয়োগ দুর্নীতির প্রতিবাদে মিছিল, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বিজেপি কর্মীদের - মুর্শিদাবাদ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 24, 2022, 8:20 PM IST

Updated : Feb 3, 2023, 8:25 PM IST

নিয়োগ-দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ধৃত পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) কুশপুতুল পোড়াতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়লেন বিজেপি-র নেতা-কর্মীরা ৷ ঘটনা ঘিরে দু'পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি (Police BJP Clash) ৷ নিয়োগ-দুর্নীতির প্রতিবাদে রবিবার মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুর (Berhampore) শহরে একটি মিছিল বের করে বিজেপি ৷ দলের স্থানীয় কার্যালয় থেকে শুরু হয় মিছিল ৷ কিন্তু, গীর্জার মোড়ে পৌঁছতেই বিজেপি কর্মীদের আটকে দেয় পুলিশ ৷ তাঁদের জানিয়ে দেওয়া হয়, নিরাপত্তাজনিত কারণে মিছিল আর এগোতে দেওয়া হবে না ৷ এরপরই পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় বিজেপি কর্মীদের ৷ টানাহ্যাঁচড়ার জেরে পার্থ চট্টোপাধ্য়ায়ের কুশপুতুলটি নষ্ট হয়ে যায় ৷ অশান্তি সামাল দিতে পুলিশবাহিনী মোতায়েন করা হয় ৷ এর ফলে এদিন বেশ কিছুক্ষণ ওই পথে স্বাভাবিক যানচলাচল ব্যাহত হয় ৷
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.