মেলা শুরুর আগে গঙ্গাসাগর থেকে ফেরার পথে মৃত্যু তীর্থযাত্রীর
🎬 Watch Now: Feature Video
Pilgrim Dies: গঙ্গাসাগর থেকে বাড়ি ফেরার পথে ভেসেল ঘাটের কাছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ভিন্ন রাজ্যের তীর্থযাত্রীর। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাজস্থানের হীরাই গ্রামের বাসিন্দা গোমান সিং (46)-সহ 36 জনের পুণ্যার্থীদের একটি দল গঙ্গাসাগরে আসে। গঙ্গাসাগরে পুণ্যস্নান সেরে কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার পর কাকদ্বীপ লট নম্বর আট ভেসেল ঘাটের কাছে হঠাৎই অসুস্থ হয়ে পনড়ে গোমান সিং। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক গোমান সিংকে মৃত বলে ঘোষণা করেন।
চিকিৎসকদের প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই পুণ্যার্থীর। পুণ্য করতে এসে স্বজন হারাতে হল সিং পরিবারে সদস্যদের। হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। কাকদ্বীপ মহাকুমার প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহ সৎকারের জন্য সিং পরিবারকে সমস্যা রকম সহযোগিতা আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে, গঙ্গাসাগর মেলার অপেক্ষা আর মাত্র কয়েক'টা দিনের। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা 2024। ইতিমধ্যেই এই মেলাকে কেন্দ্র করে সাজোসাজো রব। গঙ্গাসাগরে পুণ্যার্থীদের কথা মাথায় রেখে অস্থায়ী হাসপাতাল নির্মাণেরও কাজ চলছে।