চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেলেন যাত্রী, আরপিএফের তৎপরতায় রক্ষা পেলেন মৃত্যুর হাত থেকে - moving train

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2023, 8:00 PM IST

হাওড়া, 24 ডিসেম্বর: রাখে হরি মারে কে! হাওড়া স্টেশনে অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন যাত্রী। ঘটনার ভিডিয়ো ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ৷ রবিবার 24 ডিসেম্বর দুপুর 12টা 8মিনিট নাগাদ আপ 36827 হাওড়া-বর্ধমান লোকাল পুরোনো কমপ্লেক্সের 6 নম্বর প্লাটফর্ম থেকে ছাড়ে। সেখানেই কর্তব্যরত ছিলেন হাওড়া উত্তর বিভাগের আরপিএফের হেড কনস্টেবল এসকে ভারতী। আচমকাই তিনি দেখতে পান ওই ট্রেনে বেশ কয়েকজন যাত্রী দৌড়ে ওঠার চেষ্টা করছেন। তারমধ্যেই একজন ব্যক্তি আচমকা চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান ৷ তিনি প্লাটফর্ম ও রেল লাইনের মাঝের ফাঁকে পড়ে যাচ্ছিলেন। সেই ঘটনা দেখতে পেয়ে দৌড়ে আসেন আরপিএফ আধিকারিক ৷ সঙ্গে সঙ্গে
ওই যাত্রীর হাত ধরে হ্যাঁচকা টান মেরে প্ল্যাটফর্মে তুলে নেন। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়ে ওই যাত্রী আরপিএফ অধিকারীককে ধন্যবাদ জ্ঞাপন করেন। পূর্ব রেলের পক্ষ থেকে ওই অধিকারিকের তৎপরতার প্রশংসা করা হয়। এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রেল আধিকারিকের তৎপরতার প্রশংসা করেছেন সকলে ৷ উল্লেখ্য, ব্যস্ত সময়ে ট্রেন ধরার জন্য অনেক যাত্রীই দৌড়ে গিয়ে ট্রেন ধরার চেষ্টা করেন ৷ ফলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় অনেকসময় ৷ তাই বারবার রেলের তরফে এই বিশয়ে সচেতন করা হয় যাত্রীদের ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.