বছরের শুরুতেই রেকর্ড ভিড় আলিপুর চিড়িয়াখানায় - আলিপুর চিড়িয়াখানা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01-01-2024/640-480-20405399-thumbnail-16x9-vir.jpg)
![ETV Bharat Bangla Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/bangla-1716535612.jpeg)
Published : Jan 1, 2024, 6:34 PM IST
|Updated : Jan 1, 2024, 7:31 PM IST
Alipore Zoo: গত কয়েকদিনের মধ্যে সোমবার অর্থাৎ বছরের প্রথম দিনেই রেকর্ড ভিড় আলিপুর চিড়িয়াখানায়। বিগত এক সপ্তাহ ধরে চলা প্রতিদিনের জনসমাগমের থেকে অনেকটাই বেশি ভিড় ছিল এদিন। গত 25 ডিসেম্বর চিড়িয়াখানায় জন সমাগম হয়েছিল 63 হাজার 820 জন। 31 ডিসেম্বর বর্ষ বিদায়ের দিনে আলিপুর চিরিয়াখানায় আগত দর্শক সংখ্যা ছিল 70 হাজার 200 জন। যা শহর কলকাতার অন্য সকল দর্শনীয় স্থানের তুলনায় অনেকটাই বেশি। সোমবার সকাল থেকে যেভাবে আলিপুর চিড়িয়াখানায় মানুষের ঢল নেমে ছিল ৷ যা গতকালের তুলনায় অবশ্যই বেশি বলে জানিয়েছেন আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত । এদিন প্রায় 85 হাজারের বেশি জনসমাগম হয়েছিল চিড়িয়াখানায় ৷
শহরের অন্য সকল জায়গার থেকে চিড়িয়াখানাতেই বেশি বিনোদন পান দর্শকরা ৷ তাই ছুটির দিনে চিড়িয়াখানায় ভিড় করেন ৷ এমনটাই জানিয়েছেন আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত ৷ গত এক দেড় সপ্তাহ ধরে দর্শকের ঢল নেমছে চিড়িয়াখানায় ৷ অন্যদিকে, ইংরেজি নতুন বছরের প্রথম দিনে পরিবার পরিজনের সঙ্গে চিড়িয়াখানায় এসে খুশি কচি-কাচারা। অনেকে আবার প্রাণীকুল রক্ষার স্বার্থে জীবজন্তুকে ভালোবাসার আহ্বান জানানো হয়েছে চিড়িয়াখানা । কারণ, চিড়িয়াখানার ভিতরে আবর্জনা ফেলার জায়গা থাকলেও দর্শকরা যেখানে সেখানে নোংরা ফেলেন ৷ সেই ছবিও ছবি ধরা পড়েছে ৷