Vande Bharat: রাজ্যের চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস, পটনা-হাওড়া রুটে হল দ্বিতীয় ট্রায়াল - Patna Howrah Vande Bharat express
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-08-2023/640-480-19247942-thumbnail-16x9-patna.jpg)
পশ্চিমবঙ্গ শীঘ্রই পেতে চলেছে তার চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি হাওড়া স্টেশন থেকে বিহারের পটনা পর্যন্ত যাবে ৷ আজ শনিবার, ট্রেনটির দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল হল। হাওড়া-পটনা রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের গড় গতিবেগ থাকবে 80 কিমি প্রতি ঘণ্টা।ট্রেনের গতি 120, 130 যাবে, তবে এই সব তথ্যই ট্রায়ালের উপর ভিত্তি করে ৷ অনুমান করা হচ্ছে পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস আজ সকাল আটটায় পটনা ছাড়ে। যা হাওড়া পৌঁছবে দুপুর আড়াইটার মধ্যে ৷
পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি- হাওড়া থেকে ছাড়বে দুপুর 3.55 ৷ আসানসোল, জাসিডি, লক্ষীসরাই, মোকামা, পটনায় পৌঁছবে রাত 10.35টায় ৷ বর্তমানে রাজ্য থেকে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবা দিচ্ছে। যেগুলি হল হাওড়-নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি এবং হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির সূচনা অগাস্ট মাসের শেষে হবে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। সপ্তাহে 6 দিন চলবে পটনা-হাওড়া বন্দে ভারত ৷ পটনা-হাওড়া রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ভাড়া সম্ভবত 2650 টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। 2650 টাকা এসি এক্সেকিউটিভ চেয়ার কারের টিকিটের দাম হতে পারে। রেল এই নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবে।