ভারী বৃষ্টির জেরে ভেঙেছে স্টেডিয়ামের মিডিয়া বক্সের একাংশের কাচ! ক্ষয়ক্ষতি এক কোটির - খান্দেরি স্টেডিয়াম

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 8:24 AM IST

Updated : Nov 27, 2023, 8:53 AM IST

Heavy Rains in Rajkot: শনিবার সকাল থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি ৷ জলের তলায় গুজরাতের একাধিক শহর ৷ বজ্রপাতের মৃত্যু হয়েছে 14 জনের ৷ প্রবল বর্ষণে বিপর্যস্ত রাজকোটের জনজীবন ৷ শুধু বৃষ্টি নয় সঙ্গে শুরু হয়েছে  । কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে শিলও পড়েছে । এদিকে রাজকোটের খান্দেরি ক্রিকেট স্টেডিয়ামের একাংশে জল জমেছে ৷ ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে  স্টেডিয়ামের একাংশ । বৃষ্টির দাপট এবং ঝোড়ো হাওয়ায় স্টেডিয়ামের মিডিয়া বক্সের কাচও ভেঙে গিয়েছে ৷ উড়ে গিয়েছে বক্সের মাথার ছাদ ৷  

বর্তমানে কোচবিহার ট্রফির ম্যাচ শুরু হয়েছে খান্দেরি স্টেডিয়ামে । প্রবল বৃষ্টির জেরে সেই সমস্ত ম্যাচও বাতিল হয়ে গিয়েছে ৷ স্টেডিয়ামের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকার বেশি। খান্দেরি স্টেডিয়াম সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন অর্থাৎ এসএসি দ্বারা পরিচালিত হয় । এই প্রসঙ্গেই স্টেডিয়াম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও, ঝড়ো হাওয়া সম্পর্কিত কোনও পূর্বাভাস ছিল না । যার কারণে কোনও প্রস্তুতি নেওয়া হয়নি । এমত অবস্থায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ায় ক্ষতি হয়েছে স্টেডিয়ামের একাংশ । 

Last Updated : Nov 27, 2023, 8:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.