Panchayat Elections 2023: চাকদায় দেদার ছাপ্পা শাসকের ! ব্যালট পেপার পোড়ানো ও জলে ফেলার অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে - ballot paper

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 8, 2023, 6:03 PM IST

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল নদিয়ার চাকদা ব্লকের ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের কালীবাজার মণ্ডলহাট ৷ তৃণমূলের বিরুদ্ধে দেদার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠেছে ৷ আর তার প্রতিবাদে বিরোধী বিজেপি ও সিপিআইএম নেতা-কর্মীরা ব্যালট বাক্সে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ ৷ ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের 251, 252 ও 253 নম্বর বুথের ঘটনা ৷ অভিযোগ, বিজেপি ও সিপিআইএম কর্মীরা জোটবদ্ধ হয়ে বুথের ভিতরে ঢোকেন ও ব্যালট বাক্সগুলি বের করে নিয়ে আসেন ৷ এরপর ব্যালটের তালা ভেঙে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ আবার কিছু ক্ষেত্রে ব্যালট বাক্সের তালা ভেঙে সেগুলি পুকুরে ভাসিয়ে দেয় বিরোধীরা ৷

এ নিয়ে ওই এলাকার সিপিআইএম শাখা সম্পাদক নারায়ণচন্দ্র বিশ্বাসের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সকালে এই তিন বুথের বিজেপি এবং সিপিআইএম এজেন্টদের মারধর করে ৷ এমনকী কয়েকজনের মাথাও ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি ৷ তারা বিষয়টি নির্বাচন আধিকারিককে জানালেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ ৷ শান্তিপূর্ণভাবে ও গণতন্ত্র মেনে ভোট যাতে হয়, তার জন্যই ব্যালট বাক্সে আগুন ধরিয়ে দিয়েছেন বলে জানান সিপিআইএম নেতা ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.