Bomb Explosion in Moyna: ভোটগণনার মাঝে ময়নায় বাঁশ বাগানে বোমা বিস্ফোরণ, হাত উড়ল বৃদ্ধের - Bomb exploded in bamboo garden in Moyna

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 11, 2023, 7:34 PM IST

পূর্ব মেদিনীপুরের বিভিন্ন কেন্দ্রে চলছে পঞ্চায়েতের ভোট গণনা ৷ তারই মাঝে ময়নায় বোমা বিস্ফোরণে হাত উড়ল এক বৃদ্ধের ৷ ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের গোবরদান এলাকায় ঘটনাটি ঘটেছে । ওই ব্যক্তির নাম গুরুপদ ভুঁইয়া ৷ বয়স 64 বছর । পুলিশ এসে বোমা উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷ ওই ব্যক্তির পরিবারের সূত্রে জানা গিয়েছে, বাঁশবাগানে বোমা বিস্ফোরণটি ঘটে ৷ দুপুরে সেখানে বাঁশ কাটতে গিয়েছিলেন গুরুপদ ৷ তখনই বোমা ফেটে ঘটে এই বিপত্তি । আগে থেকে বাঁশবাগানে বোমা রাখা ছিল বলে অভিযোগ আহতের পরিবারের ৷ বাঁশ কাটার সময় কোনভাবে ওই বোমা ফেটে যায় । তাতে গুরুতর আহত হন ওই ব্যক্তি। গুরুপদর বাম হাতের কব্জি সম্পূর্ণভাবে উড়ে যায়। এছাড়াও সারা শরীরে বোমার জেরে আঘাত লেগেছে। কপাল এবং মাথাতেও আঘাত লেগেছে তাঁর। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। ভোট গণনার দিন হঠাৎই গ্রামের ভেতরে বোমা বিস্ফোরণের জেরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। প্রশ্ন উঠছে অশান্তির সৃষ্টি করার জন্যই কি বোমা মজুত রাখা হয়েছিল বাঁশ বাগানে ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.