Bomb Blast Injury: মাঠে গরু চরাতে গিয়ে বোমা ফেটে হাতের আঙুল উড়ল ব্যক্তির - Bomb Blast Injury
🎬 Watch Now: Feature Video
সোমবার বিকেলে গরু চরাতে গিয়ে বোমের আঘাতে দুটি হাতের আঙুল উড়ে গেল এক ব্যক্তির (one injured in Bomb Blast at Jamuria) । আহত ওই ব্যক্তির নাম ঝন্টু মণ্ডল ৷ তিনি ফড়ফড়ি গ্রামের বাসিন্দা । সোমবার তাঁকে গুরুতর আহত অবস্থায় জামুড়িয়ার বাহাদুরপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয় । বোমা বিস্ফোরণের ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় জামুড়িয়ার দু’নম্বর ব্লকের ফড়ফড়ি গ্রামে । রবিবার রাত্রে তৃণমূলের দলীয় পার্টি অফিস দখলকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে । বোমাবাজি হয় দলীয় কার্যালয়ে । বোমার আঘাতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন । ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে । সোমবার দুর্গাপুর আদালতের তোলা হয় তাঁদের ।
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST
TAGGED:
Bomb Blast Injury