Rain in Kolkata: বৃহস্পতিবার দুপুরে আচমকা বৃষ্টিতে জলমগ্ন শহর - জলমগ্ন শহর কলকাতা
🎬 Watch Now: Feature Video
Published : Aug 31, 2023, 7:17 PM IST
সকাল থেকে রোদের প্রখর দেখা দিলেও দুপুর বাড়তেই মুখ ভার আকাশের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বৃহস্পতিবার ঝেঁপে বৃষ্টি নামে কলকাতা-সহ জেলার বিভিন্ন প্রান্তে ৷ তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি। দুপুরে আচমকা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতার একাধিক এলাকা। বৃষ্টির ফলে খানিকটা স্বস্তি মিললেও গরমের হাত থেকে একেবারে রেহাই পায়নি শহরবাসী। আর্দ্রতা বেশি থাকার কারণে বেশ কিছুদিন ধরেই তীব্র গরম শহরে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত 24 ঘণ্টায় 62 মিলিমিটার বৃষ্টি হয়েছে শহরে। আপাতত আগামী তিন দিন পূর্বাভাস মতোই বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ বৃষ্টির নেপথ্য কারণ , বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত। তবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকেও বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে এখনই কলকাতায় তাপমাত্রার বড় কোনও হেরফের হবে না। জানা গিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই কারণে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। ঘূর্ণাবর্তের কারণেই আগামী রবিবারও দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দুই 24 পরগনা এবং হাওড়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টির কারণে শহরের একাধিক জায়গায় যানজটের সমস্যা দেখা গিয়েছে ৷ গাড়ি চলছে ধীর গতিতে ৷