DumDum Murder: বাগান পরিষ্কার করতে এসে বৃদ্ধাকে খুনের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী - দমদমে বৃদ্ধাকে খুনের অভিযোগ
🎬 Watch Now: Feature Video
দক্ষিণ দমদম পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের মডিকাই লেন এলাকায় শনিবার বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল নাগেরবাজার থানার পুলিশ (Old Woman Killed in DumDum)। মৃতের নাম মুনমুন পাল (62)৷ বৃদ্ধার মাথায় আঘাতের চিহ্ন লক্ষ করা গিয়েছে বলে দাবি পরিবারের ৷ স্বামীর সঙ্গে থাকতেন বৃদ্ধা ৷ তাঁদের দুই মেয়ে ৷ তার মধ্যে এক মেয়ে দেশের বাইরে ও এক মেয়ে ভিন রাজ্যে থাকেন । শনিবার দুপুরে বাড়িতে বাগান পরিষ্কার করার জন্য একজন আসে এরপরে হঠাৎই বিকেল নাগাদ বৃদ্ধার আর্তনাদ শুনতে পেয়ে ছুটে আসে পাশের বাড়িতে থাকা তাঁর পরিবারের অন্য সদস্যরা । তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নাগেরবাজার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় । চিকিৎসকরা জানান, বৃদ্ধার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ এরপর দেহটি ময়নাতদন্তের জন্য কামারহাটি সাগর দত্ত হাসপাতালে পাঠায় নাগেরবাজার থানার পুলিশ (DumDum Murder)। পাশাপাশি বৃদ্ধাকে যেখানে খুন করা হয়েছিল সেই বাড়ির ঘরটিও সিল করে দিয়ে যায় পুলিশ ।
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST