Kaushiki Amavasya at Tarapith: কৌশিকী অমাবস্যায় মা তারাকে বিশেষ ভোগ, ভাত-মাছ ছাড়া আর কী নিবেদন! - কৌশিকী অমাবস্যা
🎬 Watch Now: Feature Video
Published : Sep 14, 2023, 5:54 PM IST
বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা। তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিন মা তারার মন্দিরে বিশেষ পুজো করা হয়। ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় তন্ত্র মতে ও শাস্ত্র উভয় রীতি মেনে মা তারার পুজো করা হয়। এই দিন মাকে, আতপ চাল, নারকেল, 108টি জবা ফুল, ঘিয়ের প্রদীপ ও ঘি নিবেদন করা হয়। তন্ত্র শাস্ত্রে কৌশিকী অমাবস্যা সাধনার জন্য বিশেষ একটা দিন ৷ বলা হয়, এই দিন সাধনা করলে ভক্তরা বিশেষ ফল লাভ করে থাকেন। সকালে মায়ের মঙ্গলারতি দিয়ে শুরু হয় পুজো ৷ মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর রাজবেশে সাজানো হবে মাকে। ফুলের সাজে সেজে উঠবেন মা তারা। নিয়ম মেনে দুপুরে মাকে দেওয়া হয় অন্নভোগ। ভোগে ছিল, সাত রকমের ভাজা, মাছ, সাদা চালের ভাত, পোলাও, শোল মাছ পোড়া। মঙ্গলারতির পরে ফল, মিষ্টি, ক্ষীর দিয়ে দেওয়া হবে শীতল ভোগ। রাতে মন্দির চত্বরে হবে মহাযজ্ঞ। শুধুমাত্র মন্দিরের সেবায়েতরা এই মহাযজ্ঞে অংশ নেন। কথিত আছে, কৌশিকী আমাবস্যায় সাধনা করে সিদ্ধিলাভের পর মা তারার দর্শন পান সাধক বামদেব। তিনি তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন। সেই থেকেই তারাপীঠে মহা ধুমধামে পালিত হয় কৌশিকী আমাবস্যা। ভক্তদের জন্য এদিন সারা রাত খোলা থাকবে মন্দির। হাজার হাজার অগণিত পূর্ণাথীরা ভিড় জমিয়েছেন তারাপীঠে।