No entry Panagarh: নো-এন্ট্রি পানাগড়ে, খালাসিদের খাবার দিলেন সর্বধর্মের মানুষ - খালাসিদের খাবার পৌঁছলো সর্ব ধর্মের মানুষ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17001017-thumbnail-3x2-vdo.jpg)
হিন্দু, মুসলমান, শিখ সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে অভুক্ত গাড়ি চালক, খালাসিদের হাতে খাবার তুলে দিচ্ছে । সাঁতরাগাছি ব্রিজের কাজ চলার জন্য পানাগড় দু'নম্বর জাতীয় সড়কে চলছে নো-এন্ট্রি । যার ফলে বহু পণ্যবাহী লরি দাঁড়িয়ে আছে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে । আর এই সকল গাড়ির চালকেরা যাতে অভুক্ত না-থাকেন, সেই কারণে পানাগড়ের সর্বধর্মের মিলিত কমিটির সদস্যরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে । পানীয় জল, রুটি ও কলা দেওয়া হয় । সঙ্গে ছিলেন ট্রাফিক পুলিশ আধিকারিকেরা । স্বভাবতই এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গাড়ির চালকেরা (No entry Panagarh)।
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST