Agitation for AC: অফিসে এসি বসানোর দাবিতে বিক্ষোভ, 'ধমক ' দিলেন এনবিএসটিসি-র চেয়ারম্যান - Air condition

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 21, 2023, 7:46 AM IST

Updated : Apr 21, 2023, 8:09 AM IST

প্রচণ্ড গরম কাহিল অবস্থা। পাখা থাকলেও কাজ করছে না । ফলে তীব্র গরম যন্ত্রণা থেকে বাঁচতে এসি-র দাবিতে আন্দোলনে বসেছিলেন এনবিএসটিসি-র কর্মীরা। আর তার জন্য কর্মীদের কড়া 'ধমক' দিলেন চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতীম রায়। বৃহস্পতিবার দুপুরে কোচবিহার ডিভিশনাল অফিসের ঘটনাটি ঘটেছে । এসি-র দাবিতে আন্দোলনকারী কর্মীদের বেজায় বকাঝকা করেন চেয়ারম্যান পার্থপ্রতীম রায় । তিনি বলেন, "বিষয়টি আমাদের জানাতে পারতেন। এই রকম করে আন্দোলন করার কী আছে? এনবিএসটিসি-র স্টাফ হয়ে এমনটা করা ঠিক হয়নি। এটার আমার ভালো লাগেনি। আপনারা এনবিএসটিসি-কে লজ্জায় ফেলে দিয়েছেন। আপনাদের আন্দোলন করার অধিকার আছে। কিন্তু অফিস টাইমে এভাবে আন্দোলন কর ঠিক নয়।" 

সংস্থার সর্বোচ্চ কর্তার ধমকে অস্বস্তিতে পড়ে যান কর্মীরা। পার্থপ্রতীম আরও বলেন, "সংস্থার সমস্ত কর্মীরা সমস্যায় আছেন। দফতরের কোনও অফিসেই এসি নেই। প্রচণ্ড গরম পড়ে যাওয়ায় কিছু কর্মী না-বুঝে আন্দোলন করেছেন। এটা ঠিক হয়নি। আন্দোলন তাঁরা করতেই পারেন। কিন্তু অফিস টাইমে কাউকে না-জানিয়ে এভাবে আন্দোলন করাটা ঠিক হয়নি।" উল্লেখ্য গত মঙ্গলবারও এসির দাবিতে ধর্নায় বসেছিলেন এনবিএসটিসি কোচবিহার ডিভিশনাল অফিসের কর্মীরা। 

Last Updated : Apr 21, 2023, 8:09 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.