Chandrayaan-3 Moon Landing Celebration: 'ইসরো জিন্দাবাদ', প্রাত:ভ্রমণকারীদের স্লোগানে মুখরিত ইস্পাত নগরী - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 12:35 PM IST

23 অগস্ট ভারতের গৌরবের দিন ৷ প্রথম বিশ্বের তাবড় দেশ যা পারেনি সেটাই করে দেখিয়েছে ভারত ৷ বুধবার চাঁদের মাটিতে পা রেখেছে চন্দ্রযান-3 ৷ তাও আবার চাঁদের দক্ষিণ মেরুতে ৷ এই মাহেন্দ্রক্ষণ আসার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ আনন্দের বাঁধ ভেঙেছে দেশের ৷ গতকাল সন্ধ্যে থেকেই দেশে উৎসবের মেজাজ ৷

রাত গড়িয়ে সকাল হলেও এখনও মানুষের মধ্যে থাকা উচ্ছ্বাসে ভাঁটা পড়েনি ৷ আজ সকালে তারই ঝলক দেখা গেল দুর্গাপুর স্টিল টাউনশিপের এ-জোন মেজর পার্কে ৷ একদল প্রাতঃভ্রমণকারী জাতীয় পতাকা হাতে উদযাপন করলেন ভারতের চন্দ্রাভিযানের এই সাফল্যকে ৷ ইসরোর বিজ্ঞানী এবং ভারত মাতার নামে জয়ধ্বনিতে মুখরিত হল চারপাশ। দেশাত্মবোধক সঙ্গীতের সঙ্গে এই প্রভাতফেরিতে অংশ নেয় বহু মানুষ ।  

গুড মর্নিং ফ্রেন্ডস ক্লাবের অন্যতম সদস্য পাপ্পু সিংয়ের কথায়, "গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ভারত ৷ বিজ্ঞানীদের এই সাফল্যকে আমরা কুর্নিশ জানাই ৷ আমরা ভারতবাসী হিসেবে আজ গর্বিত। গোটা বিশ্ব যা পারেনি তা ভারত করে দেখিয়েছে। এই সাফল্যের জন্য ইসরোর প্রত্যেকটি বিজ্ঞানীকে আমরা সাধুবাদ জানাতে চাই ৷ সেই উদ্দেশে এই প্রভাব ফেরির আয়োজন।"  

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.