Mobile Thief Arrested : নিউটাউনে গ্রেফতার মোবাইল চুরি চক্রের দুই পাণ্ডা - নিউটাউনে গ্রেফতার মোবাইল চুরি চক্রের দুই পাণ্ডা
🎬 Watch Now: Feature Video
মোবাইল চুরি চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করল টেকনোসিটি থানার পুলিশ (Mobile Thief Arrested from Newtown)। নিউটাউনের বিভিন্ন জায়গা থেকে মোবাইল চুরির অভিযোগ আসছিল পুলিশের কাছে ৷ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে নিউটাউনের 21 নম্বর ট্যাংকের কাছে হানা দেয় পুলিশ । সাব্বাত আলী মোল্লা(পোলের হাট) ও অরিজিৎ সরকার(রাজারহাট) এই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় । ধৃত দুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে সাতটি স্মার্টফোন-সহ মোট নয়টি মোবাইল । প্রাথমিক জিজ্ঞাসাবাদে করে পুলিশ জানতে পারে এরা শুধু নিউটাউন নয়, এর আগেও রাজারহাট-সহ বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটিয়েছে । ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হয় ।
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST