Satabdi Roy: ফলক বিতর্কে বিশ্বভারতীর উপাচার্যকে কড়া ভাষায় আক্রমণ শতাব্দীর - ফলক বিতর্ক
🎬 Watch Now: Feature Video
Published : Nov 1, 2023, 2:58 PM IST
শান্তিনিকেতনে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' ফলক থেকে ব্রাত্য গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর । সেই ফলকে জ্বলজ্বল করছে প্রধানমন্ত্রী তথা আচার্য নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম । এবার এই বিষয়ে মুখ খুললেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ৷ মঙ্গলবার রামপুরহাটে একটি দলীয় অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ৷ সেখানেই উপচার্যর নাম না করে তিনি বলেন, "কী কারণে ? কী স্বার্থে ? কতটা ভালো হওয়ার চেষ্টা করছেন আমি জানি না। ফলকে রবীন্দ্রনাথের নাম থাকার জন্য মন্ত্রীর অনুমতি লাগবে ? এটা অবাক কাণ্ড । এটা কী ? কী স্বার্থে এটা করা হয়েছে ? নেতারা কতটা ভালো হওয়ার চেষ্টা করছেন তা আমি জানিনা ।"
গত 17 সেপ্টেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' বা 'বিশ্ব ঐতিহ্যের' তকমা দিয়েছে ইউনেসকো । এরপরেই ঐতিহ্যবাহী উপাসনা গৃহ, রবীন্দ্রভবন ও গৌরপ্রাঙ্গণে তিনটি শ্বেত পাথরের ফলক বসানো হয়েছে । সেখানে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও ব্রাত্য স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর । যা নিয়ে নিন্দার ঝড় ওঠে । তারপরই প্রতিবাদে সরব হয়ে দলকে লাগাতার আন্দোলনের নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শান্তিনিকেতনের রাস্তার উপর কবিগুরু হস্তশিল্প মার্কেটে মঞ্চ তৈরি করে আন্দোলনে নেমেছেন শাসকদলের নেতা-মন্ত্রীরা ।