Car as Diwali Gift: দীপাবলিতে গাড়ি উপহার সংস্থার ! উচ্ছ্বসিত কর্মচারিরা - গাড়ি উপহার
🎬 Watch Now: Feature Video
Published : Nov 4, 2023, 2:34 PM IST
|Updated : Nov 4, 2023, 3:07 PM IST
দীপাবলির বাকি আর মাত্র একটা সপ্তাহ ৷ তারপর আলোর রোশনাইয়ে মেতে উঠবে দেশ ৷ অপ্রত্যাশিত কোনও উপহার পেলে উৎসবের এই আমেজ দ্বিগুণ হয়ে যায় ৷ হরিয়ানার পাঞ্চকুল্লার একটি ফার্মা কোম্পানির কর্মচারীদের অবস্থা কিছুটা তেমনই ৷ প্রি-দিওয়ালি উপহার হিসাবে কোম্পানির মালিক এমকে ভাটিয়া কর্মচারীদের উপহার দিলেন একটি করে নতুন চার চাকা গাড়ি ৷
12 জন কর্মচারীকে তাঁদের পরিশ্রমের উপহার হিসাবে গাড়ি দেওয়া হয়েছে বলে জানান ফার্মা কোম্পানির মালিক ৷ তিনি বলেন, "নিজেদের পরিশ্রমের জন্যই আজ তাঁরা এই জায়গায় পৌঁছেছেন ৷ বিগত কয়েক বছর ধরে কর্মচারীদের কঠোর পরিশ্রম ও সততা, কোম্পানিকে নয়া উচ্চতায় নিয়ে গিয়েছে ৷ আমার এখানে প্রতিটা কর্মচারি একজন তারকা ৷ এখন 12 জন কর্মচারী গাড়ি পেয়েছেন ৷ আর 38 জনকে গাড়ি দেওয়া হবে ৷" এক কর্মী জানান, তিনি 8 বছর কোম্পানিতে কাজ করছেন ৷ প্রথম কাজে যোগ দেওয়ার সময় কোম্পানি কর্ণধার বলেছিলেন, একদিন সকলকে গাড়ি উপহার দেবেন ৷ সেই কথা রাখলেন তিনি ৷