Mithun Chakraborty: ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য সৌরভকে অভিনন্দন মিঠুনের - মিঠুন চক্রবর্তী

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 25, 2023, 5:18 PM IST

কলকাতায় এসে ত্রিপুরার ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে অভিনন্দন জানালেন বলিউড অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী । বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত কাজে কলকাতা আসেন তিনি । সৌরভের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কথা শুনে তিনি বলেন,"খুব ভালো খবর ৷ অনেক অভিনন্দন ৷" তবে রাজ্যে ধারাবাহিক বিস্ফোরণ নিয়ে তিনি বলেন, "এই প্রথমবার এলাম ৷ এসব বিষয় কিছু জানি না ৷" তবে এদিন কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা তিনি চলে যান নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে ৷ সেখানেই তিনি থাকবেন বলে জানা গিয়েছে ৷ আর এক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর কথা নিয়ে তাঁর বক্তব্য, "ঠিকই বলছেন উনি, কারেক্ট বলেছেন । ওনার মত স্টার বলছেন মানে তো বিরাট ব্যাপার ।"

তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপি শাসিত ত্রিপুরায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার ঘটনায় অনেকেই অনেক কথা বলেছেন ৷ এর আগে কুণাল ঘোষ টুইটে নাম না-করে লেখেন, উনি ভালো অলরাউন্ডার ৷ কোথাও ব্যাট করেন তো কোথাও বল ৷ আবার দমদমের সাংসদ সৌগত রায় বলেছেন, "মনে হয় না এর পিছনে কোনও রাজনৈতিক তাৎপর্য আছে ৷ অবসর গ্রহণের পর থেকে এখনও পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায় বিজ্ঞাপন জগতের এক নম্বরে আছেন ৷ তিনি কোটি কোটি টাকা রোজগার করছেন ৷ আর একটা জায়গা ওর তৈরি হল ৷"   

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.